কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে দুই সন্তানসহ নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজনের তিন দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। রিমান্ড শেষে গতকাল কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হকের আদালতে আট আসামিকে হাজির করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নয়ন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আট আসামির গত ৭ জুলাই সাত দিনের রিমান্ড চাওয়া হয়। ৯ জুলাই ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরদিন বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানা হেফাজতে নেওয়া হয়। রবিবার সকালে তাদের তিন দিনের রিমান্ড শেষ হলে আদালতে উঠানো হয়। পরে বিচারক মমিনুল হক আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় করাগারে পাঠানো নির্দেশ দেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, তিন দিনের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। তবে তদন্তের স্বার্থে তথ্যগুলো প্রকাশ করা যাবে না। এ মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।