জুলাই গণ অভ্যুত্থানে যেসব স্থানে শহীদরা প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু হচ্ছে আজ (বুধবার) থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। সরকারি এক তথ্যবিবরণীতে গতকাল এ তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, শহীদদের স্মরণে ১৬ জুলাই আয়োজন করা হচ্ছে ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো। প্রথমটি অনুষ্ঠিত হবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটে শহীদ আবু সাঈদের স্মরণে। একই ধরনের আয়োজন থাকবে চট্টগ্রামেও। এদিন ‘কথা ক’ থিম মিউজিক নিয়ে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে প্রচারিত হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির তৃতীয় পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণামূলক ভিডিও।
সব মন্ত্রণালয়, বিভাগ, ও দপ্তরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হবে। সেই সঙ্গে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।
এদিন শিল্পকলা একাডেমির মঞ্চে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হবে।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়েছে।