রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অকুতোভয় শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
গতকাল বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষে একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে চিরনিদ্রায় শায়িত মাহেরীন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।