জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখা। গতকাল দুপুরে শহরের ফৌজদারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ঘেঁষা বাইপাস সড়কে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বসুন্ধরা শুভসংঘের সভাপতি জসীমউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ আলী, প্রভাষক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রাকিবুল হাসান নয়ন, বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার সহসভাপতি লিখন শেখ, সাকিফ ভূঁইয়া কৌশিক, ইয়াসির আরাফাত। এ ছাড়া বক্তব্য দেন শুভসংঘের রিফাদুল ইসলাম প্রণয়, হুমায়ুন কবির, উমর ফারুক, মাহমুদুল হাসান খান, ওমর সিদ্দিক মানিক, সুমাইয়া আক্তার, রিফাত জান্নাত রিমি, মো. আবু নাঈম, আসিফ মিয়া, ফারদিয়া ফিমু, মিরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।