প্রথম গ্রেডের ডিটেকটিভ হিসেবে মরণোত্তর পদোন্নতি এবং বীরোচিত ভূমিকার জন্য ২০ হাজারের অধিক শোকার্ত মানুষের উপস্থিতিতে ৩১ জুলাই সম্পন্ন করা হয়েছে নিউইয়র্ক পুুলিশ ডিপার্টমেন্টের অফিসার দিদারুল ইসলামের জানাজা ও দাফনের প্রক্রিয়া।
জানা যায়, শরিক হন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, সিটি মেয়র এরিক এডামস, স্টেট গভর্নর ক্যাথি হোকুল, মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী এন্ড্রু ক্যুমো, রিপাবলিকান পার্টির মেয়র প্রার্থী কার্টিস স্লিওয়াসহ কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা।
আরও ছিলেন দিদারের বাবা আবদুর রব, স্ত্রী জামিলা আকতার, দুই শিশু পুত্রসহ আত্মীয়স্বজনরা।
উল্লেখ্য, ২৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যানহাটানে একটি ভবনে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালনকালে শ্যান তামুরা নামক এক বন্দুকধারীর গুলিতে দিদারসহ চারজন মারা যান। হত্যাকাণ্ডের পর ভবনটির ৪৩ তলায় উঠে নিজেও ওই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।