বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য মোস্তফা কাজল ও সাইদুর রহমান রিমনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে (তৃতীয় তলায়) অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফখরুল আলম কাঞ্চন, আবু সালেহ আকন, আবুল খায়ের, ইসারফ হোসেন ঈসা, সাবেক সহসভাপতি লিটন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, দীপু সারোয়ার, আলাউদ্দিন আরিফ প্রমুখ।
, মামুনূর রশিদ, সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য বেলায়েত হোসেন, আবুল আজাদ সোলায়মান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ রানা, জিলানী মিল্টন, শহিদুল ইসলাম রাজী, ডিআরইউর সাবেক যুগ্মসম্পাদক জামিউল আহসান সিপু প্রমুখ। এতে আরও অংশ নেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহসভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্মসম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাকারিয়া।
উল্লেখ্য, ক্র্যাবের সিনিয়র সদস্য মোস্তফা কাজল ২৬ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন। আরেক সিনিয়র সদস্য সাইদুর রহমান রিমন ৩০ জুলাই দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে পেশাগত কাজে এসে বুকে প্রচ ব্যথা অনুভব করেন এবং হাসপাতালে নেওয়া হলে মারা যান। সর্বশেষ তিনি গাজীপুরের দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।