রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে এবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আবদুর রহিম বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব। শনিবার পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সংহতি জানাতে আসবেন। সমাধান না হলে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজপথে ৯ আগস্ট থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী।