খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি, অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, শিক্ষার্থীদের ওপর যে কোনো হয়রানি বন্ধে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে জমা দেওয়া অভিযোগপত্রে ওই ছাত্রী ধারাবাহিক হয়রানির বিভিন্ন বর্ণনা দেন। এর সঙ্গে তাকে ওয়াটসঅ্যাপে পাঠানো যৌনবার্তার স্ক্রিনশট জমা দেন।
তবে এসব অস্বীকার করে অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ মিথ্যা ও গঠিত তদন্ত কমিটির তদন্তেই তা মিথ্যা প্রমাণিত হবে।