রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারুল আক্তার (৩২) মারা গেছেন। গতকাল সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। পারুলের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার হাওয়াকান্দি গ্রামে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
গত বৃহস্পতিবার ভোরে ঢাকা উদ্যানের ২ নম্বর রোডের বি-ব্লকের হক ভিলা নামে একটি বাসায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন পারুল আক্তার। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ফিমেল এইচডিইউতে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ডেমরা থানার এসআই মো. কাউসার জানান, গত বৃহস্পতিবার রাতে ডেমরার বাহির টেংরা এলাকার একটি বাসা থেকে ফারজানা ইয়াসমিন শম্পা (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শম্পা একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি ফজিলাতুন্নেছা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।