ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শাহ আলী শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৫ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে ওই যুবকের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন গতকাল বলেন, আটক যুবক মাদকাসক্ত।
বিভিন্ন অপরাধে কয়েক মাস জেলও খেটেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শাহ আলী নিজ এলাকায় ও জনাকীর্ণ স্থানে বিভিন্ন সময় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন। ঘটনার পর রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।