জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ ইস্যুতে গণভোটের দাবির সঙ্গে একমত নয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নির্বাচনের আগে গণভোট বহু দিক থেকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে নিয়ে শঙ্কা তৈরি করবে। গতকাল নেত্রকোনার দুর্গাপুরে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা ইসির জন্য কঠিন। গণভোট আয়োজনে ইসিকে জাতীয় নির্বাচনের মতো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হয়, সে ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট দিলেই হবে। ফলে নির্বাচন কমিশনের বাড়তি কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না। এক দিনে দুটি ভোট সম্পন্ন করা গেলে সরকারের বাঁচবে কমপক্ষে ৩ হাজার কোটি টাকা।