চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান বলেছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। সবাই এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। এতদিন অনেকেই আলাদাভাবে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কেন্দ্র থেকে নাম ঘোষণার পর তারা আর আলাদা নেই। গতকাল রাতে কেন্দ্র থেকে নাম ঘোষণার পর নিজ বাড়িতে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ সময় শরীফুজ্জামান জানান, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অবহেলিত চুয়াডাঙ্গাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। তিনি তার নির্বাচনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবসমাজের কর্মসংস্থানে ভূমিকা রাখবেন। তিনি জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রকৃত সেবা নিশ্চিত করাসহ নানা প্রতিশ্রুতি দেন। এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানকে প্রার্থী ঘোষণা করার পর নেতা-কর্মীরা দলে দলে তার বাসভবনে সমবেত হন। তবে দলের নির্দেশমতো বিজয় বা আনন্দ মিছিল থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে দেখা গেছে। আনন্দঘন মুহূর্তে নেতা-কর্মীরা নেতার সান্নিধ্য পেতে একত্রিত হন। কেউ কেউ দলের এ প্রার্থীর হাতে ধানের শীষের গোছা তুলে দেন। নেতা-কর্মীরা মো. শরীফুজ্জামানকে দলীয় প্রার্থী ঘোষণা করায় দলের হাইকমান্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।