‘মাদককে না বলুন জীবনকে হ্যাঁ বলুন’- এ স্লোগান নিয়ে ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘের বোরহানউদ্দিন শাখার সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, পৌর যুবদলের সদস্য সচিব আবুজাফর মৃধা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফকরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কবির, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি তৈয়বুল ইসলাম নুহিন, সহসভাপতি ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন সাগর, পৌর ছাত্রদল সভাপতি আরিফ ছাত্রদল নেতা আরিফুল ইসলাম ও মো. রাকিবুল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম। এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মাদকের গ্রাস থেকে যুবসমাজকে ধ্বংসের পথ থেকে উত্তরণের জন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন।
বক্তারা আরও বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি মাদকদ্রব্য সংগ্রহের জন্য চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ নানা অপকর্মে যুক্ত থাকে এবং মাদক সমাজের ভিতর ক্যানসারের মতো মহামারির মতো ছড়িয়ে পড়ে।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোহবানসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা।