১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:০০

প্রবাসী বাঙালিদের করোনাভাইরাস সম্পর্কিত ওয়ার্কশপ

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি

প্রবাসী বাঙালিদের করোনাভাইরাস সম্পর্কিত ওয়ার্কশপ

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে প্রবাসী বাঙালিদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে 'করোনাভাইরাস ডিজিজ (কোভিড-১৯)' শিরোনামে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক জনসচেতনতা মূলক ওয়ার্কশপের আয়োজন করা হয়। 

ওয়ার্কশপ এ  করোনাভাইরাসের বিভিন্ন দিক আলোকপাত করেন ডাঃ মোহাম্মদ ইমরান, ডাঃ হাসিবা  ইমাম , ডাঃ জুলফিকার ইসলাম জুয়েল এবং ডাক্তার গুলশান আক্তার। 

বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। করোনাভাইরাস সম্পর্কিত প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন প্যানেলের সম্মানিত সদস্যবৃন্দ ।

অনুষ্ঠানে বাংলাদেশি কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন ক্যালগেরির সুধীজনেরা।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এবং সাধারণ সম্পাদক জয়ন্ত বসু কমিউনিটির জন্য আগামীতে এ ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করে সংশ্লিষ্ট এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর