ফ্রান্সের ইকোলজিকাল ও ইনক্লুসিভ ট্রানজিশন মন্ত্রণালয়ের সচিব ব্রুনে পয়েরসনের করোনাভাইরাস ধরা পড়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ওই মুখপাত্র আরও বলেছেন, শরীরে করোনার উপসর্গ থাকলেও ব্রুনে পয়েরসনের শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই... স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী যাদের করোনাভাইরাস ধরা পড়ছে তাদের কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে।
চলতি সপ্তাহেই ফরাসি সংস্কৃতি মন্ত্রী ফ্রাঙ্ক রিয়েস্টারের করোনাভাইরাস ধরা পড়ে। এর আগে একজন ফরাসি সংসদ সদস্য ও সংসদ ভবনের কর্মীরও করোনাভাইরাস ধরা পড়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা