অস্ট্রেলিয়ায় সোমবার মধ্যরাতের পর প্রবেশ করা সব ব্যক্তিকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বন্দরে সব ধরনের ক্রুজ জাহাজ নোঙ্গরের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
এই সপ্তাহেই অস্ট্রেলিয়ার সরকার ৫০০ এর বেশি লোকের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে। এতে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্রান্ড পিক্সসহ অনেক খেলা বন্ধ হয়ে যায়।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৩ জন।
বিডি প্রতিদিন/ফারজানা