চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ এবং মারা গেছে ১০ জন। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। তবে সামগ্রিকভাবে দেশটিতে করোনার প্রভাব কমছে। কয়েক সপ্তাহ আগেও ২৪ ঘণ্টায় চীনে আক্রান্তের সংখ্যা ছিল হাজারের উপরে।
চীনেতে করোভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৯১১ জন।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ১৯৯ জনের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এসব তথ্য জানিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা