দেশে এখন পর্যন্ত ২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আরো জানান, এখন পর্যন্ত আইসোলেসনে আছেন ১০ জন।
আজ দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় তিনি বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তারা এ নির্দেশনা অমান্য করলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হবে।
বিডি প্রতিদিন/হিমেল