কভিড-১৯ নামের করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নানা পরামর্শ দিয়েছে। এর মধ্যে হলো হাত পরিষ্কার রাখা, জনসমাগম এড়িয়ে চলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়া, অপরিষ্কার হাত দিয়ে চোখ, কান, নাক স্পর্শ করা থেকে বিরত থাকা, আক্রান্ত ও উপসর্গ দেখা দিলে মাস্ক ব্যবহার করা ও কোয়ারেন্টাইনে থাকা।
এসব পরামর্শের মধ্যে ফোনের বিষয়টি সেভাবে গুরুত্ব দিয়ে বলা হয়নি। প্রতিদিন আমার নানা দ্রব্য ও যন্ত্র স্পর্শ করি এবং তার আগে পরে শতাধিক ফোন ব্যবহার করি। ফোনে কথা বলার সময় তা স্বাভাবিকভাবেই কানের কাছে ধরতে হয়। কিন্তু ফোন পরিষ্কার রাখা বিষয়টি সেভাবে বলা হচ্ছে। ফোনের কারণেও তাই ছড়াতে পারে করোনাভাইরাস।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর কেনেথ ম্যাক বলেন, ফোনের বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন জরুরি। ফোন স্পর্শ করার আগে এর উপরের অংশ পরিষ্কার করে নেয়া উচিত।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা