সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৬৩ জন সেবা নিতে এসেছেন। তবে এসময় তিনি শরীরে উপসর্গ থাকলে সরাসরি আইইডিসিআরে না আসার আহ্বান জানান। সরাসরি আইইডিসিআরে আসলে এ ব্যবস্থা বন্ধ করে শুধু বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
আজ রবিবার প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে যা বলা হয়েছে:
আইসোলেশনে আছেন ১০ জন
হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩১৪ জন
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে কল এসেছে ৩, ৭০৬
নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ জনের এর মধ্যে ২ জনের করোনা ধরা পড়েছে
মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের
করোনা প্রতিরোধে যা করতে হবেঃ
দুই হাত পরিষ্কার রাখতে হবে
আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না
বিদেশ থেকে আসলে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে
জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া হওয়া যাবে না
জনসমাগম এড়িয়ে চলতে হবে
কাশি শিষ্ঠাচার মেনে চলতে হবে
বিডি প্রতিদিন/ফারজানা