বরগুনার পাথরঘাটায় লেবানন ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ৭টা থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ কর্তৃক দুইজন স্বাস্থ্য সহকারি ২৪ ঘণ্টা নজরদারির জন্য তার বাড়িতে নিয়োজিত রাখা হয়েছে। বরগুনার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর অগে ওই প্রবাসী লেবাবন থেকে শনিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে সে দূরপাল্লার একটি বাসে চড়ে প্রায় ১০ ঘণ্টা পরে ভোর সাড়ে ৪ টায় পাথরঘাটা পৌঁছান। তার বড় ভাই তাকে ঢাকা থেকে এগিয়ে আনেন। স্বাস্থ্য বিভাগের কাছে খবরটি আগে থেকে জানা থাকায় রবিবার সকাল ৭টায় তার বাড়িতে ২জন স্বাস্থ্য সহকারি সেখানে নিয়োজিত করেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আবুল ফাত্তাহ জানান।
পাথরঘাটায় এই করোনা সন্দেহভাজন ব্যক্তিকে প্রথম কোরাইন্টেনে রাখা হল।
লেবানন ফেরত ওই প্রবাসী মুঠোফোনে জানান, তার বয়স ৪৩ বছর। ২০১৩ সাল থেকে তিনি প্রবাসে ছিল। একই সাথে তারা ৯০ জন দেশে প্রত্যাবর্তন করেছেন।
কোয়ারান্টাইনে নিয়োজিত স্বাস্থ্য সহকারি মো. ইসমাইল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, তার জন্য বাড়িতে পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে।
বরগুনার সিভিল সার্জন মো. হুমাউন শাহিন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কোন লক্ষণ দেখা দিলে উপযুক্ত পরীক্ষা করে চিকিৎসা প্রদান করা হবে। জেলার সকল হাসপাতালে আইসোলেসন কক্ষ পৃথক করা হয়েছে। বিভিন্ন স্তরে গঠন করা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
বিডি প্রতিদিন/হিমেল