রাজশাহীতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৪ জন রাজশাহী জেলার। তবে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার