বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনার প্রভাবে বেশ কিছু দেশ তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে। বিশেষ করে ইতালি বাতিল করতে চাচ্ছে। করোনার জন্য তারা খুব বড় রকমের বিধিনিষেধ দিতে যাচ্ছে। এজন্য কেউ কেউ ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে।
রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও হটলাইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, করোনার কারণে দেশের কোনো গার্মেন্ট শিল্প বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। গার্মেন্ট কর্মীদের সচেতন করা হচ্ছে। এর কিছুটা প্রভাব আমাদের অর্থনীতি ও আমদানির ওপর পড়বে। সেটা কীভাবে পূরণ করা যায় সেই চেষ্টাই এখন চলছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, যেখান থেকে কাঁচামাল আনা হয় সেখানে আমরা গতি কম দেখছি। সুখের বিষয় হলো চীনে শ্রমিকরা আবার কারখানায় ফিরেছেন। তারা আবার নতুন করে শুরু করেছে। আরেকটা সমস্যা আমাদের নজরে এসেছে। কিছু কিছু দেশ তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে অথবা অন্যকোনো খানে দিয়ে দিচ্ছে। ফলে আমার মনে হয় সেখানে আমাদের কিছুটা সমস্যা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইতালি কিছু কিছু ক্রয়াদেশ বাতিল করেছে। সঠিক সময় মাল না পাওয়ার কারণে তারা আদেশ বাতিল করতে চাচ্ছে। আবার তারা বলছে পণ্য প্লেনে করে পাঠাও। সেখানে সমস্যা রয়েছে। তাছাড়া যে সমস্ত দেশ নেবে তাদেরও করোনার ভয় আছে। সার্বিক অবস্থা আপনারা সবাই জানেন, সারা পৃথিবী একটা অস্থির সময় পার করছে। আমরা আশা করছে খুব শিগগিরই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন