বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে হানা দিয়েছে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৯১ জনের।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭ দেশের বাইরের যেকোনও নাগরিকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগেই। এর পরও যারা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করছেন, তাদের বিমানবন্দর ও সীমান্ত থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে তুরস্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরে আসা একটি দলকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
এসব পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ ত্রিশ দিনের জন্য ২৭টি দেশে প্রবেশ স্থগিত করেছে। সেই সঙ্গে নাগরকিদের যতটা সম্ভব বাড়িতে থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং কেবলমাত্র জরুরি প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম