ভোলার লালমোহনে করোনাভাইরাস প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। আজ বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এমপি শাওন।
এমপি শাওন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হওয়া এবং অপরকে সচেতন করার অনুরোধ করেন তিনি। কারও করোনাভাইরাস দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি সকল প্রকার সভা-সমাবেশ না করার অনুরোধ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ