নারায়ণগঞ্জে নতুন ৩১ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এর আগে ৩৮ জনসহ জেলায় মোট হোম কোয়ারেন্টাইন করা হয়েছে ৬৯ জনকে। হোম কোয়ারেন্টাইনের সময় শেষ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৭ জন। তবে এখনো বাকী রয়েছেন আরও প্রায় ৫ হাজার বিদেশ ফেরত ব্যক্তি। যাদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, বুধবার পর্যন্ত ছিল ৩৮ জন হোম কোয়ারেন্টাইনে। আজ নতুন করে আরও ৩১ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এ নিয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৯ জন। এর আগে ১৭ জন হোম কোয়েরেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকীদের বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে। নারায়ণগঞ্জের জুডিশিয়াল ভবনে ১০০ টি শয্যা ও দুটি হাসপাতালে ৩০ টি আইসোলেশন বেড প্রস্তুত আছে। ডাক্তাররা প্রশিক্ষণ নিয়েছে। সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতিতে ঘাটতি নাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার