কভিড-১৯ করোনাভাইরাসের ঢেউ আচড়ে না পড়লে এখন চেরি ফুল দেখার উৎসব শুরু হয়ে যেত। ২০ মার্চ থেকে ১২ এপ্রিল ব্যাপী এমন উৎসবের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে।
কিন্তু করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশে এখন ঘর বন্দী হয়ে পড়েছে মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে ৪০০ এর বেশি মানুষ মারা গেছে। তবে এর মধ্যেও অতিউৎসাহী কিছু মানুষ এরইমধ্যে বেরিয়ে পড়েছেন চেরি ফুলের সমারোহ দেখতে। তাদের ঠেকাতে কঠোর নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। তিনি এ বিষয়ে জাতীয় প্রতিরক্ষা বাহিনী, পুলিশকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
চেরি ফুল দেখতে যেখানে মানুষ ভিড় করবেন সেখানেই অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঘরে বসেই ভার্চুয়ালি চেরি ফুলের সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে ন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভাল।
বিডি প্রতিদিন/ফারজানা