করোনার ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে দুজনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি কেন্দ্রীয় সরকার। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল রাজ্য সরকারগুলোর সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন। রবিবার সরকারি ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
এদিকে, জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার থেকে দেশটির ১৬টির মধ্যে বায়ার্ন মিউনিখ এবং সারল্যান্ড প্রদেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই দুই প্রদেশের কেউ বাইরে বের হলে দুই বছরের জেল বা ২৫ হাজার ইউরো (২৫ লাখ টাকার বেশি) জরিমানার বিধান করা হয়েছে।
সরকারি এই নিষেধাজ্ঞার কারণে কেউ বাইরে বের হলে পুলিশ অথবা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট যথাযথ কারণ সাপেক্ষে প্রমাণ পেশ করতে হচ্ছে।
বিডি প্রতিদিন/ওয়াসিফ