ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কভিড-১৯ করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিকে দুর্যোগ ঘোষণায় সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ঘোষণার ফলে ক্যালিফোর্নিয়া করোনা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের সাহায্য পাবে এবং যারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাউন্সিলিং করানো হবে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে ৪০০ এর বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৫৩ জন। অথচ ট্রাম্পই দম্ভ করে বলেছিলেন তিনি করোনা মোকাবেলায় ইউরোপের চেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা