গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন মোট ১৮৯ জন।
প্রতিদিনকার মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন, চিকিৎসারত আছেন ১৫৯ জন। এর মধ্যে পাঁচজন আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ২৪০ জন। যুক্তরাজ্য, এবং স্পেন থেকে ভ্রমণ করে আসা করোনাভাইরাসে নতুন আক্রান্তরা। এরই মধ্যে কোয়ারেন্টাইনে থাকা ৭০২ জন নির্দিষ্ট সময় শেষে করেন। সূত্র আরব টাইমস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন