করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে জনসমাগম এড়াতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক সকল হাট-বাজার, শপিংমল ,বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সকল প্রকার অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডা হয় জনসমাগম হয় এ সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জেলা- উপজেলার খাদ্য সামগ্রী ও ওষুধের দোকান, মুদি দোকান, কাচাঁ বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে।
সোমবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এই গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তি জারির পর থেকেই শহরের বাজার গুলোতে মানুষের কেনাকাটার হিরিক পড়েছে। তবে শহরের গুরুত্তপূর্ণ এলাকাগুলোতে লোকসমাগম কমতে দেখা গেছে।
এ সময় এই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল প্রবাসী বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টাইন মানছেন না তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুর জেলায় এখন পর্যন্ত কোন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত ১০৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর ২১৮ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মেয়াদ শেষ করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার