হবিগঞ্জে বিদেশ ফেরত মোট ৭৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে জেলায় বিদেশ থেকে ফিরেছেন ২ হাজার ৫৯৫ জন। রবিবার হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৭০ জন। ২৪ ঘণ্টায় আরও বেড়েছে ১৭৩ জন। অন্যান্য প্রবাসীদের আজ সোমবারের মধ্যে কোয়ারেন্টাইনে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ তথ্য জানান। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম