করোনাভাইরাস ঠেকাতে সৌদি আরবে ২১ দিনের সান্ধ্য আইন কার্যকর হচ্ছে আজ থেকে। আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ২১ দিনের জন্য এই আইন কার্যকর হচ্ছে। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ গতরাতে এক ফরমান জারি করেছেন।
এ নির্দেশনার ফলে সন্ধ্যা সাতটা হতে সকাল ছয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে। বাদশার এই নির্দশের প্রেক্ষিতে এ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, মাংস, সবজি বিক্রি ও উৎপাদনের সাথে সংশ্লিষ্টরা, স্বাস্থ্য ও ফার্মেসী খাতে কর্মরতরা, গণমাধ্যম কর্মী, খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী আমদানি ও এ জাতীয় পণ্য পরিবহণ সংশ্লিষ্ট কর্মীরা, অনলাইলে পন্য বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মীরা পন্য পৌছে দেয়ার জন্য, হোটেল, মোটেল ও বোর্ডিং এর কর্মীরা, পেট্রোল পাম্প ও জরুরী বিদ্যুৎ পরিসেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা, আর্থিক পরিসেবা প্রদানকারী ও জরুরী ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী কোম্পানির কর্মী, টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানির কর্মীরা, রাষ্ট্রীয় পানি কোম্পানির কর্মীরা, নিরাপত্তা সংস্থা, স্বাস্থ্য দপ্তর সহ সরকারী পরিসেবা প্রদানকারী যানবাহন, জরুরী ঔষধ ও খাদ্য সামগ্রী ডেলিভারির যানবাহন, মুয়াজ্জিনগণ শুধু মসজিদে আজান দেয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হতে পারবেন, কূটনৈতিক মিশনে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কর্মরতরা জরুরী প্রয়োজনে তাদের কর্মস্থলে যেতে পারবেন।
এই সমস্ত খাতের কর্মীরা নিজেদের পরিচয়পত্রসহ শুধু অফিসিয়াল কাজের জন্য অফিসিয়াল যানবাহনে যাতায়াত করতে পারবেন। এই আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
সবশেষ তথ্য অনুযায়ী সৌদিতে ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮জন।
বিডি প্রতিদিন/হিমেল