করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আজম নাছির উদ্দিন। গত সোমবার দুপুর থেকেই চট্টগ্রাম সিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবসতি এলাকাগুলোতে ঘুরে ঘুরে মাইকিং এ বের হয়েছেন। নগরীর লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়, দুই নং গেইট, ষোলশহর রেলওয়ে স্টেশন, মুরাদপুর, বহদ্দার হাট, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, আন্দরকিল্লা, বক্সিরহাট, লালদীঘি এলাকাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় মাইকিং করেন। মঙ্গলবারও করোনায় সংক্রমণ বিষয়গুলোসহ বিভিন্ন স্পটে সচেতনতামুলক প্রচারণা করেন। এ সময় নগরবাসীর উদ্দেশ্যে সচেতনতামুলক কথাও বলেছেন তিনি। একইভাবে ৭ নং ওয়ার্ড পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলীর নেতৃত্বে ওয়ার্ডের প্রতিটি এলাকায় এবং স্পটেও সচেতনতামুলক প্রচারণা এবং হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
জনসচেতনতামুলক মাইকিং এ সিটি মেয়র আজম নাছির উদ্দিন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রতিটি ওয়ার্ড মেডিকেল সেন্টারে নিয়োজিত ডাক্তারদেরকে এই সংক্রান্তে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নির্দেশনা না মানলে তাদেরকে সচেতন করুন। নিজে, পরিবার পরিজন, পাড়া-প্রতিবেশীকে করোনার সংক্রমণ থেকে বাঁচাতে হোম কোয়ারেন্টাইনে তাদেরকে থাকতে হবে। তারা যদি নির্দেশনা না মানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ দিন। তাছাড়া আমাকেও জানাতে পারেন। আমি ব্যবস্থা নিব। সাামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢালাওভাবে প্রচার প্রচারণা চালিয়ে তথ্য বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
আজম নাছির আরো বলেন, করোনা ভাইরাসের শংকার কারণে সকল কর্মজীবিদের আয় কমে গেছে। এতে করে নিম্নজীবী মানুষের আয় কমে গেছে। তাদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে নানামুখী উদ্যোগ নিয়ে নিম্নজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে। অস্বচ্ছল মানুষের সহায়তায় সমাজের বিত্তবান শ্রেণীকে এই দুর্দিনে পাশে থাকারও আহবান জানান তিনি।
সংক্রমণ রোগীর পাশে মেয়র নাছির
করোনায় কেউ আক্রান্ত হলে ওই রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরীর বিভিন্ন এলাকায় আমি নিজে মাইকিং করেছি। এ মুহূর্তে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম প্রধান কাজ। এ ধরনের কোনো ব্যাধিতে নগরীর একজন লোকও আক্রান্ত হোক কখনও কাম্য নয়, তারপরও কেউ করোনায় সংক্রমণ হলে তার পাশে আমি অবশ্যই দাঁড়াবো। তাছাড়া আক্রান্ত রোগীর সব ধরনের চিকিৎসা ভার অমিই নিবো।
অন্যদিকে করোনা ভাইরাস সচেতনতায় চট্টগ্রাম নগরীর ৭ নং ওয়ার্ড পশ্চিম ষোলশহর ওয়ার্ডে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কাউন্সিলর। একইভাবে নগরীর বিভিন্ন ওয়ার্ডেও নানা উদ্যোগগ্রহণ করেছে এবং করছেন।
চট্টগ্রাম নগরীর ৭ নং ওয়ার্ড পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী বলেন, ওয়ার্ডের আরবান ভলেন্টিয়ার টিমের সাথে বৈঠকে মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার