কভিড-১৯ করোনাভাইরাসে সারা বিশ্বে ৪ লাখ ২২ হাজার ৮২৯ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। তবে মধ্যপ্রাচ্যর দেশ ইরানে কমে এসেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইসাথে কমে আসছে প্রতিদিন মৃতের সংখ্যাও।
ইরানের প্রেসিডেন্ট হোসেন রুহানি মঙ্গলবার তার এক বক্তব্যে বলেন, বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগী ভর্তির হার কমে এসেছে। কমেছে মৃতের সংখ্যা। ইসলামিক রিপাবলিক সংবাদ সংস্থা এ বক্তব্য প্রকাশ করেছে।
রুহানি আরও জানান, আমাদের এখন প্রধান লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইন অবস্থায় রাখা।
ইরানের কোম প্রদেশে সর্বপ্রথম ১৯ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। তারপর থেকে গত কয়েক সপ্তাহে ইরানে প্রতিদিন আক্রান্তের হার ছিল এক হাজার থেকে এক হাজার ২ শ’ জন। তবে মৃত্যুর হার বর্তমানে কমে এসেছে। এখন প্রতিদিন মৃতের হার ১২০ থেকে ১৩০ জন।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩ হাজার ৪৯ জন এই রোগে আক্রান্ত হয়েছে ও মারা গেছে প্রায় এক হাজার ৮ শ’ ১২ জন।
সূত্র : তাস
বিডি প্রতিদিন/ওয়াসিফ