কভিড-১৯ করোনাভাইরাস বিরোধী দলের সংসদ সদস্যকে দেশটির স্বাস্থ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। এ সিদ্ধান্ত গ্রহণের কারণে দেশের বাইরে ও ভিতরে প্রশংসিত হচ্ছেন ডাচ প্রধানমন্ত্রী।
লেবার পার্টির সাবেক স্বাস্থ্য সচিব মার্টিন ভান রাইনকে ৩ মাসের জন্য সাময়িকভাবে এ নিয়োগ দেয়া হয়েছে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত তিনি দেশটির স্বাস্থ্য, কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।
মার্ক রুট টুইটারে লিখেছেন, মার্টিনের স্বাস্থ্য সেবার বিষয়ে কয়েক বছরের অভিজ্ঞতা আছে এবং সে এ মন্ত্রণালয় সম্পর্কে বেশ ভালোভাবেই ওয়াকিবহাল।
সূত্র: ইউরো নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা