কভিড-১৯ করোনাভাইরাসের বাংলাদেশে এ পর্যন্ত ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৩৯ জন। করোনার সংক্রমণ রোধে জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছিটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।
কমিশনারের লিখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির আট ক্রাইম বিভাগ আটটি জলকামান দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটাবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা