পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও ৫০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ১৪৩ জনের। জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গত ১৬ মার্চ হতে এ পর্যন্ত জেলায় ৬৫৩ জন ব্যক্তির হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ১৪৩ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বুধবার পর্যন্ত বিদেশ ফেরত ৫১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
পঞ্চগড়ে বিদেশ ফেরত বেশিরভাগ ব্যক্তি ভারত থেকে এসেছে। এছাড়াও সৌদি আরব, দুবাই, দক্ষিণ কোরিয়া, আমেরিকা ফেরত ব্যক্তিরাও হোম কোয়ারেন্টিনের অধীনে আছে। এদিকে করোনা আক্রান্ত সন্দেহে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলশনে রাখা এক ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানা গেছে। আইসোলশনে থাকা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইডিসিআর) পাঠানো হয়েছে। ২০ মার্চ তিনি পঞ্চগড়ে আসেন।
এদিকে পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পঞ্চগড়ের দুটি পৌরসভার উদ্যোগে করোনা সচেতনতায় কর্মসূচি অব্যাহত রয়েছে। এছাড়াও জেলার হাট বাজার, দোকান পাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা