মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামে হোম কোয়ারেন্টাইন না মানায় মঙ্গলবার বিকেলে বিদেশফেরত এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই ব্যক্তি ভারত থেকে এসেছেন। এমন পরিস্থিতিতে তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তা মানছিলেন না। গ্রাম পুলিশ, স্থানীয় ইউপি সদস্যরা বিষয়টি নিয়ে সতর্ক করলেও তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন পরিস্থিতিতে, মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তাকে ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম