কুমিল্লায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৬৫৬ জন্য ব্যক্তি হোম কোয়ারেন্টিইনে গিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লায় হোম কোয়ারেন্টিইনে থাকা ব্যক্তিদের সংখ্যা দুই হাজারে ছাড়িয়েছে। এই পর্যন্ত কুমিল্লার জেলা ও উপজেলা মিলে দুই হাজার ২১ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি প্রবাসী।
করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে এসব প্রবাসীরা বাংলাদেশে এসেছেন। কুমিল্লা জেলা পুলিশের তথ্যমতে গত পহেলা মার্চ থেকে এই পযন্ত বিভিন্ন দেশ থেকে ১৫ হাজার অধিক প্রবাসী কুমিল্লায় অবস্থান নিয়েছেন। হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
বিডি প্রতিদিন/এ মজুমদার