কিশোরগঞ্জে নতুন করে ১১১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ৪১৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ বুধবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অষ্টগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১৪জন এবং ভৈরবে ট্রমা হাসপাতালে রয়েছেন ১৩ জন।
এদিকে ১৪দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় বুধবার হোম কোয়ারেন্টাইন থেকে ৯২জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ৩৪৯জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার