করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা থাকার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম একাডেমির সম্মুখের রাস্তায় নানা শ্রেণি পেশার পথচারিদের মাঝে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। এসবের পাশাপাশি তাদেরকে জনসচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি নিজেকেও সর্তক থাকতেও বার্তাও দেয়া হয়।
বুধবার এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় রিক্সা, সিএনজি ড্রাইভারসহ পথচারিদের মাঝে। এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন কোহেল, নির্বাহী সদস্য অঞ্চল চৌধুরী, বাপ্পা চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মোঃ মোসলেম উদ্দিন।
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার পরিচ্চন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা থেকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম