সিলেটে প্রবাসফেরত আরও ২০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে যুক্ত করা হয়েছে। বুধবার তারা ওসমানী বিমানবন্দর ও বিভিন্ন স্থলবন্দর দিয়ে সিলেটে প্রবেশ করেছিলেন। একই সাথে ১৪ দিনের মেয়াদ পূর্ণ হওয়ায় কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ১৩৬ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে বর্তমানে হোমকোয়ারেন্টিনে রয়েছেন ২ হাজার ৩০ জন। কোয়ারেন্টিনে থাকা বেশিরভাগই প্রবাসফেরত ও তাদের পরিবারের সদস্য।
এদিকে, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা প্রবাসফেরত এক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য রক্ত, মুখের লালা ও ঘামের নমুনা ঢাকাস্থ জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। দু’একদিনের মধ্যে রিপোর্ট আসলে বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত কি-না। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে একমাত্র রোগী হিসেবে ওই প্রবাসী রয়েছেন। বাকিদের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার