করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ। আজ বুধবার ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটি।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহম্মেদ, উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিনামূল্যে বিতরণের জন্য বিশেষজ্ঞ কেমিস্টের পরামর্শক্রমে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী প্রায় ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে অরাজনৈতিক সেচ্ছাসেবীমূলক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।
বিডি-প্রতিদিন/শফিক