২৯ মার্চ, ২০২০ ০৮:৩৭

করোনা সংক্রমণের ভয়ে সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদলেন চিকিৎসক (ভিডিও)

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের ভয়ে সন্তানকে বুকে জড়াতে না পেরে কাঁদলেন চিকিৎসক (ভিডিও)

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। খুব অল্প সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এরই মধ্যে ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন যারা চিকিৎসা পেশায় নিয়োজিত।

অনেক চিকিৎসক ও নার্স এরইমধ্যে চিকিৎসা সেবা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা সেবা অব্যাহত রাখলেও তাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে এর অনেক বড় প্রভাব পড়ছে। এমনকি ঘরে ফিরেও নিজেকে পরিবার থেকে আলাদা রাখতে হচ্ছে। 

সৌদি আরবের এক চিকিৎসকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

‘মাইক’ নামের একটি টুইটার একাউন্ট থেকে পোস্ট করা ৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কাজ সেরে ওই চিকিৎসক ঘরে ঢুকতেই তার ছোট্ট শিশুপুত্র তাকে জড়িয়ে ধরতে ছুটে আসে। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাকে কাছে আসতে বারণ করেন বাবা। এরপর নিজেই কান্নায় ভেঙে পড়েন ওই চিকিৎসক। ভিডিওটি দেখে ওই চিকিৎসকের প্রতি সহমর্মিতা যেমন দেখাচ্ছেন সবাই, তেমনি এই কঠিন সময়ে তার ত্যাগের কথা মনে করে অনেকে স্যালুটও জানাচ্ছেন অনেকে।

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ৩০ হাজারেরও বেশি।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর