৩১ মার্চ, ২০২০ ২২:১০

দিনাজপুরে ৪০ হাজার পরিবারের পাশে এমপি শিবলী সাদিক

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ৪০ হাজার পরিবারের পাশে এমপি শিবলী সাদিক

করোনার প্রভাবে বেকার হয়ে পড়া হতদরিদ্র ৪০ হাজার অসহায় পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাড়, হাকিমপুর) সংসদ সদস্য শিবলী সাদিক। ইতিমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ৪০হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্ততি হিসেবে আফতাবগঞ্জ বাজারসহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন গোডাউনে কয়েকটি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে এ খাবার সামগ্রী প্যাকেটিং এর কাজ চলমান রয়েছে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এমপি শিবলী সাদিক। এমপি শিবলী সাদিক সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসে সারাবিশ্ব আতঙ্কিত। তাই চার উপজেলার অসহায় পরিবার যাদের প্রতিদিনের কর্মে চলে সংসারের চাকা, তাদের প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি ঘুরে বিতরণ করা হবে এই খাবার সামগ্রী। খাবার সামগ্রীর মধ্যে থাকবে চাল, ডাল, লবণ, তেল, পিয়াজসহ সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও এই সময়ে ওই মানুষগুলোর ওষুধসহ প্রয়োজনে পরিচ্ছন্নতার জন্য সাবান ও স্যানিটাইজারও বিতরণ করা হবে। গত সোমবার স্বপ্নপুরীর আফতাবগঞ্জ বাজারের ২টি গোডাউনে প্যাকেটিং এর কাজ পরিদর্শনের সময় এমপি শিবলী সাদিক বলেন, আমার নির্বাচনী এলাকার (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাড়, হাকিমপুর) চার উপজেলার নিম্ন আয়ের অসহায় মানুষদের কথা ভেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৪০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর