শিরোনাম
১ এপ্রিল, ২০২০ ১৭:১৭

ব্রিটেনে করোনা টেস্ট হবে দিনে ২৫ সহস্রাধিক মানুষের

অনলাইন ডেস্ক

ব্রিটেনে করোনা টেস্ট হবে দিনে ২৫ সহস্রাধিক মানুষের

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ব্রিটেনে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৮৯ জন মানুষ। দিন যতই যাচ্ছে করোনা ভাইরাস ততই গ্রাস করে নিচ্ছে ব্রিটেনকে। এমন বাস্তবতায় চলতি মাসের মাঝের দিকে দিনে গড়ে ২৫ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাজ্য। 

বর্তমানে দেশটিতে একদিনে করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ১২ হাজার ৭৫০ জনের। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা বৃদ্ধ করা হবে বলে স্কাই নিউজকে জানিয়েছেন দেশটির গৃহায়ণ মন্ত্রী রবার্ট জেনরিক।

এদিকে, যুক্তরাজ্যে মঙ্গলবার নতুন করে ৩৯৩ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস; যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারালেন মোট এক হাজার ৭৮৯ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৫০ জন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর