২ এপ্রিল, ২০২০ ২০:০৭

করোনা প্রতিরোধে ভোলায় স্প্রে ও লিফরেট বিতরণ

ভোলা প্রতিনিধি:

করোনা প্রতিরোধে ভোলায় স্প্রে ও লিফরেট বিতরণ

ভোলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনাতায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট। আজ বৃহস্পতিবার ভোলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর নেতৃত্ব ভোলা উপজেলা পরিষদ চত্বর ও ভোলা সদর হাসপাতালে  জীবানুনাশক স্প্রে ও জনসচেতনাতায় মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়। 

ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা এই স্প্রে বিতরণ করেন। এর আগে তারা বিভিন্ন জানবাহনসহ শহরের  গুরুত্ব পূর্ণ পয়েন্ট স্প্রে করে থাকেন। 
ভোলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম জানান, করোনা সংক্রমন থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই ও সামাজিক দূরত্বই পারে এই ঘাতক ব্যাধি করোনার হাত থেকে মুক্ত রাখতে। এ সময় তিনি ভোলার বৃত্তবান মানুষদেরকে কর্মহীন দারিদ্র মানুষের পাশে দাড়াঁনোর আহবান জনায়। এসব কার্যক্রমে ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, যুব স্বেচ্ছাসেবক মাইনুল এহসান, মো. আব্দুল্লাহ নোমান, রহমান মিম, রাব্বিসহ প্রমুখ অংশ নিয়েছেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর