নরসিংদীর রাঙ্গামাটি এলাকায় ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে জাফর (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন। আজ বৃহস্পতিবার ৩টার দিকে পৌর শহরের রাঙ্গামাটি এলাকায় নিজ বাড়িতে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও স্ব্যাস্থ্য বিভাগের চিকিৎসকরা নিহতে বাড়ি পরিদর্শন করেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছে, নিহত জাফর বিভিন্ন স্থানে কাজ করতো। গত এক সপ্তাহ যাবত তার ঠাণ্ডা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন জেলা হাসপাতালের চিকিৎসকরা।
সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানিয়েছেন, সে দীর্ঘদিন যাবত এজমা রোগে ভুছিলেন। গত এক সপ্তাহ যাবত তারা ঠাণ্ডা ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এরই মধ্যে তার মৃত্যু হয়। তবে এটি তার মধ্যে করোনা কোন উপসর্গ ছিল না। কারাণ প্রায় ৫ বছর যাবত সে শ্বাসকষ্টে ভুগছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার