২ এপ্রিল, ২০২০ ২০:৩০

পাথরঘাটায় করোনা সন্দেহে ২ জনের নমুনা ঢাকায়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় করোনা সন্দেহে ২ জনের নমুনা ঢাকায়

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা থেকে স্কুলছাত্রসহ এক সরকারি কর্মকর্তার নমুনা সংগ্রহ করে করোনা আছে কিনা পরীক্ষার জন্য পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত এক সপ্তাহের বেশি যাবত তারা নিজগৃহে অসুস্থ থাকায় পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে আইইডিসিআর বরাবরে পাঠানো হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল ফাত্তাহ বিষয়টি নিশ্চিত করেন। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির জানান, কয়েকদিন ধরে বিষয়টি নজরদারিতে রেখেছিলেন তিনি, বাড়ি বা এলাকা লকডাউন করা হয়নি তবে তাদের চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। রোগ পরীক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় ব্যবস্থা নেওয়া হল।

বৃহস্পতিবার বিকালে ওই সরকারি কর্মকর্তা জানান, গত ৮ মার্চ থেকে তিনি পাঁচ দিনব্যাপী একটি সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করে সাভার থেকে পাথরঘাটায় প্রত্যাবর্তন করলে ১৭ মার্চ থেকে তিনি ও পরিবারের সদস্যরা জ্বর অন্যান্য উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি অনেকটা সুস্থ। প্রকৃত অবস্থা জানার জন্য দ্রুত পরীক্ষা দরকার।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর